আন্দোলন ভাঙতে এবার কেন্দ্রের নতুন অস্ত্র এনআইএ, রবিবার এনআইএ-র সদর দফতরে বলদেব সিংহ সিরসাকে তলব

Sunday, January 17 2021, 7:36 am
highlightKey Highlights

শুক্রবার কৃষক নেতারা কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনায় সরাসরি অভিযোগ তুলেছিলেন, আন্দোলনে যাঁরা নানা ভাবে সাহায্য করছেন, তাঁদের বিরুদ্ধে এনআইএ-কে কাজে লাগানো হচ্ছে। এ বার আর আন্দোলনে সাহায্যকারী নন। কেন্দ্রীয় মন্ত্রীরা যে সংগঠনের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসছেন, তার নেতাকেই তলব করল এনআইএ। ‘লোক ভালাই ইনসাফ ওয়েলফেয়ার সোসাইটি’-র নেতা বলদেব সিংহ সিরসাকে রবিবার এনআইএ-র সদর দফতরে তলব করা হয়েছে। শুক্রবারই কৃষক সংগঠনগুলির সঙ্গে বিজ্ঞান ভবনে কেন্দ্রের নবম বৈঠকে সিরসার সংগঠনের প্রতিনিধি পূর্ণ সিংহ হাজির ছিলেন। সিরসার বিরুদ্ধে আন্দোলনের নামে দিল্লি সীমানায় বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠেছে। সিরসার অবশ্য বক্তব্য, কৃষক আন্দোলন থেকে নজর ঘোরানোর জন্যই নরেন্দ্র মোদীর সরকার এমন অভিযোগ এনেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File