ট্র্যাক্টর মিছিলে গিয়ে দিল্লিতে নিখোঁজ ২১ জন কৃষক, অভিযোগ সংযুক্ত কিসান মোর্চার
Friday, February 5 2021, 5:08 pm

২৬ জানুয়ারি থেকে খোঁজ মিলছে না ট্র্যাক্টর মিছিলে যাওয়া ২১ জন কৃষকের। কৃষক সংগঠন সংযুক্ত কিসান মোর্চার এমনটাই অভিযোগ। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১২৫ জন কৃষকের বিরুদ্ধে দিল্লি পুলিশ মামলা দায়ের করেছে বলেও জানিয়েছে তারা। ট্র্যাক্টর মিছিলের পর থেকে জেলে রয়েছেন যাঁরা, দিল্লি সরকারের তরফে এখনও পর্যন্ত তেমন ১১৫ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ২১ জনের কোনও খোঁজ নেই বলে দাবি আন্দোলনে শামিল কৃষক ইউনিয়নগুলির। এ ব্যাপারে তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে অরবিন্দ কেজরীবালের সরকার।
- Related topics -
- দেশ
- কৃষক আন্দোলন
- দিল্লী
- মোর্চা