দেশ

Farmer Suicide | কৃষকদের দাবি মানছে না কেন্দ্র, শম্ভু সীমানায় ক্ষোভে আত্মহত্যা আন্দোলনরত কৃষকের

Farmer Suicide | কৃষকদের দাবি মানছে না কেন্দ্র, শম্ভু সীমানায় ক্ষোভে আত্মহত্যা আন্দোলনরত কৃষকের
Key Highlights

শম্ভু সীমানার কৃষক আন্দোলনে আন্দোলনরত এক কৃষক এদিন বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে খবর।

প্রতিবাদে আরও এক কৃষকের মৃত্যু! শম্ভু সীমানার কৃষক আন্দোলনে আন্দোলনরত এক কৃষক এদিন বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে খবর। সঙ্গী আন্দোলনকারীরা দ্রুত তাঁকে পাটিয়ালার রাজেন্দ্র হাসপাতালে নিয়ে যান। যদিও দুপুরে সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। এর আগে গত ১৮ ডিসেম্বরে শম্ভু সীমানায় আত্মহত্যা করেছিলেন এক কৃষক। উল্লেখ্য, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষিঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে দীর্ঘ দিন ধরে কৃষকদের এই আন্দোলন করছেন কৃষকরা।