মৃত্যু প্রতিবাদী কৃষকের! দিল্লির তীব্র ঠান্ডার ফলে এরূপ ঘটেছে বলে অনুমান।
Friday, December 18 2020, 1:05 pm

আবারো কৃষক মৃত্যু! দিল্লি-হরিয়ানা সীমানায় প্রতিবাদের মঞ্চেই প্রয়াত বলেন পঞ্জাবের এক কৃষক। শোনা যাচ্ছে, ঠাণ্ডায় কামড়ে তাঁর মৃত্যু হয়েছে। ২২ দিন ধরে কৃষকরা যে প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদস্থলেই ওই কৃষকের মৃতদেহ দেখতে পাওয়া গিয়েছে বৃহস্পতিবার সকালে। জানা গিয়েছে, কৃষকের বাড়িতে ৩ সন্তান রয়েছে। যাদের বয়স ১২-১৪ বছরের মধ্যে। মৃত কৃষকের আনুমানিক বয়স ৩৭ বছর। তবে এই ঘটনাই প্রথম নয়। এর আগেও ঠান্ডার কারণে প্রতিবাদী কৃষকদের মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।
- Related topics -
- রাজ্য
- দিল্লী
- পাঞ্জাব
- কৃষক প্রতিবাদ
- মৃত্যু