Argentina vs Chile | ফুটবল ম্যাচে ধারালো অস্ত্র-লাঠি দিয়ে হামলা! মৃত্যু ৩ সমর্থকের, গুরুতর আহত ২০! আটক অন্তত ১০০!

Friday, August 22 2025, 1:57 pm
highlightKey Highlights

বুয়েনস আইরেসে কোপা সুদামেরিকানা টুর্নামেন্টে আর্জেন্টিনার ইন্ডেপেন্ডিয়েন্তের বনাম ইউনিভার্সিদাদ দে চিলির ম্যাচে চললো দুই দলের সমর্থকদের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে সংঘর্ষ।


মুহূর্তের মধ্যে ফুটবল ম্যাচ পরিণত হলো দাঙ্গার ময়দানে! বুয়েনস আইরেসে কোপা সুদামেরিকানা টুর্নামেন্টে আর্জেন্টিনার ইন্ডেপেন্ডিয়েন্তের বনাম ইউনিভার্সিদাদ দে চিলির ম্যাচে চললো দুই দলের সমর্থকদের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে সংঘর্ষ। ঘটনায় মৃত্যু হয় ৩ সমর্থকের, গুরুতর আহত ২০ জন। পুলিশ ইতিমধ্যেই ১০০ জনকে আটক করেছে। জানা গিয়েছে, চিলির ক্লাবের সমর্থকরা লাঠি, পাথর, বোতল, আগ্নেয়াস্ত্র দিয়ে আর্জেন্টিনার সমর্থকদের দিকে আক্রমণ শুরু করে। জবাবে আর্জেন্টিনার ক্লাবের সমর্থকরাও পালটা আক্রমণ করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File