Delhi High Court | সন্তানহীন বিধবা স্ত্রী আবার বিয়ে করলেও ফ্যামিলি পেনশনের পাবে- ঘোষণা দিল্লি হাইকোর্টের

Thursday, January 29 2026, 2:54 pm
Delhi High Court | সন্তানহীন বিধবা স্ত্রী আবার বিয়ে করলেও ফ্যামিলি পেনশনের পাবে- ঘোষণা দিল্লি হাইকোর্টের
highlightKey Highlights

আদালত ১৯৭২ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিস (পেনশন) এর ৫৪ নম্বর রুলের সাংবিধানিক বৈধতার কথা তুলে ধরেছে।


দিল্লি আদালত জানিয়েছে, ৫৪ নম্বর রুলে স্পষ্ট বলা রয়েছে যে, যদি কোনও সরকারি কর্মী বিবাহিত অবস্থায় মারা যান, তাহলে তাঁর বিধবা স্ত্রী পেনশনের অধিকারী হবেন, বাবা মা পাবেন না। তিনি যদি নতুন করে বিয়ে করেন, তাহলে কি আর ফ্যামিলি পেনশন পাবেন? এই সংক্রান্ত মামলায় বড় রায় দিল দিল্লি হাইকোর্ট। হাইকোর্ট জানিয়েছে, সন্তানহীন বিধবা স্ত্রী পুনর্বিবাহ করলেও পেনশন পাবেন। বিশেষ করে যদি তাঁর পর্যাপ্ত এবং স্বাধীন রোজগার না থাকে সেক্ষেত্রে সে অবশ্যই পেনশন পাবে। এতে পরিবারের কোনো অধিকার থাকবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File