অন্তঃসত্ত্বা পোষ্য, সারমেয়র সাধভক্ষণের আয়োজন করে তাক লাগালেন গৃহকর্তা।
Saturday, December 12 2020, 11:55 am

সারমেয়র সাধভক্ষণের আয়োজন করতে দেখেছেন কখনও? পোষ্য সারমেয়টিকে গৃহকর্তা ও কর্ত্রী আদর করে নাম দিয়েছে লুসি। ছোট থেকে থাকতে থাকতে লুসিও তাঁদের পরিবারেরই একজন হয়ে গিয়েছে। সেই ছোট্ট লুসিই হতে চলেছে মা। তাই তারই সাধভক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দিন সকাল সকাল সবুজ রঙের ফ্রক পরিয়ে দেওয়া হয় তাঁকে। সাজগোজ হয়ে যাওয়ার পর গৃহকর্তা তাঁর মাথায় কারুকার্য করা একটি ফিতে বেঁধে দেয়। তারপর লুসিকে নিয়ে যাওয়া হয় অনুষ্ঠানস্থলে। তারপর তাকে খেতে দেওয়া হয়। তারপর করা হয় ফটোসেশন। পরিবারের সদস্যরা প্রত্যেকেই লুসির পাশে দাঁড়িয়ে ছবিও তোলেন।
- Related topics -
- লাইফস্টাইল
- সাধভক্ষণ
- সারমেয়
- পোষ্য কুকুর