Fake Drugs | রাজ্যে ফের জাল ওষুধের সতর্কবার্তা! তালিকায় রয়েছে অ্যাজিথ্রোমাইসিন-সহ ৫১টি ওষুধ!
Thursday, May 15 2025, 3:19 pm

রাজ্যে ফের জাল ওষুধের সতর্কবার্তা! তালিকায় রয়েছে অ্যাজিথ্রোমাইসিন-সহ ৫১টি ওষুধ.
বাংলায় ফের জাল ওষুধের সতর্কবার্তা! ড্রাগ কন্ট্রোল বোর্ডের ল্যাবরেটরিতে ৫১টি ওষুধের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে তার গুণগতমান অত্যন্ত খারাপ। এই তালিকায় রয়েছে অ্যাজিথ্রোমাইসিনের মতো জীবনদায়ী অ্যান্টিবায়োটিক ছাড়াও গ্যাস অম্বলের ওষুধ রেবেপ্রাজোল, ভিটামিন বি এর ট্যাবলেট, স্নায়ুর ওষুধ অ্যালপ্রাজোলাম। ইতিমধ্যে নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে সতর্কতা বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। জানা গিয়েছে, এমএস স্কাই কিওর সলিউশনের তৈরী অ্যান্টিবায়োটিক এবং আমেদাবাদে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ প্রোবায়োটিক জাল বেরিয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ওষুধ
- স্বাস্থ্য