ভুয়ো ED আধিকারিকের পর্দাফাঁস! ধর্মতলা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে কারায় থানার পুলিশ
Friday, July 16 2021, 8:20 am
Key HighlightsIAS, CID, CBI, বিচারক, আইনজীবীর পর এবার রাজ্যে ধরা পড়ল ভুয়ো ED অফিসার। লালবাজারের নিশানায় এবার চন্দন রায় (৩৮) নামের ওই ভুয়ো ED অফিসার। কেবল পরিচয়ই নয় নিজেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি ব্যবহার করত ভুয়ো নামও। শান্তনু মিত্র নাম নিয়েই প্রতারণার করত বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বৃহস্পতিবার রাত সোয়া ন'টা নাগাদ ধর্মতলা বাসডিপো থেকে তাকে গ্রেফতার করে লালবাজার থানার পুলিশ।
- Related topics -
- ক্রাইম
- ভুয়ো পরিচয়
- ইডি অফিসার
- গ্রেফতার
- লালবাজার

