Barasat Fake Birth Certificate । বারাসাতে খোঁজ মিললো জাল বার্থ সার্টিফিকেট চক্রের
Saturday, December 28 2024, 5:20 am
Key Highlights
বারাসত, কদম্বগাছি সংলগ্ন এলাকায় জাল বার্থ সার্টিফিকেট চক্রের রমরমা।
জাল পাসপোর্টের পর এবার জাল বার্থ সার্টিফিকেট চক্র! জাল পাসপোর্ট কাণ্ডে সম্প্রতি গ্রেপ্তার হয় সমরেশ বিশ্বাস ও মুক্তার আলম। সূত্রের খবর, জাল পাসপোর্ট চক্রের ধৃতদের জিজ্ঞাসাবাদে তদন্তকারী সংস্থা জানতে পারে, বারাসত ১ নম্বর ব্লকের কদম্বগাছি পঞ্চায়েতের নামে একাধিক জাল ব্যর্থ সার্টিফিকট ইস্যু করা হয়েছে। তদন্তকারীরা কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে এই সংক্রান্ত তথ্য জানতে চায়। প্রধান এই বিষয়ে যথাযথ উত্তর দিয়েছেন বলেই খবর। ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে একাধিক জাল বার্থ সার্টিফিকেট।
- Related topics -
- শহর কলকাতা
- ক্রাইম
- বারাসাত
- জালিয়াতি