টেকনোলজিফেসবুকে ছড়াচ্ছে ভুয়ো তথ্য, এবার ব্যবহারকারীদের সেই প্রসঙ্গে অবগত করতে নতুন পথ অবলম্বন করলো সংস্থা
বিশ্ব জুড়ে যেসকল সোশ্যাল সাইট রয়েছে তার মধ্যে Facebook-এর জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। এই জনপ্রিয়তা বাড়ার সাথে সাথেই আরো নতুন নিয়মনীতি তৈরির পথে হাঁটছে সংস্থা। ইদানিং ফেসবুকে অনেক ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে যা ব্যাবহারকারীদের মনে অনেক বিভ্রান্তির সৃষ্টি করছে। এই বিভ্রান্তি মেটালে Facebook মূলত তিনটি নতুন পরিবর্তন এনেছে। যেগুলি হলো, এটি একটি পেজকে ট্যাগ করবে, যা বারবার ফ্যাক্ট-চেকারদের দ্বারা প্রাপ্ত তথ্য শেয়ার করবে। এবং ভাইরাল কোনো ভুয়ো তথ্য শেয়ার করার জন্য শাস্তি হিসাবে ব্যবহারকারীদের ব্যক্তিগত অ্যাকউন্ট থেকে কন্টেন্ট হ্রাস করা হবে। এছাড়াও ফ্যাক্ট-চেকারদের দ্বারা প্রাপ্ত তথ্য শেয়ার করার সময় লোকেরা যে বিজ্ঞপ্তিগুলি পেয়ে থাকে সেগুলিকে নতুন করে ডিজাইন করা হবে।