Jhansi Hospital | হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু ১০ শিশুর! ঝাঁসির হাসপাতালে শিশু বিভাগে নার্সের গাফিলতিতে আগুন?
Saturday, November 16 2024, 6:32 pm
Key Highlightsসদ্যোজাতদের ওয়ার্ডের কাছে এক নার্সকে দেশলাই জ্বালাতে দেখা গিয়েছিল বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শী।
উত্তরপ্রদেশের ঝাঁসির হাসপাতালে নিওন্যাটাল বিভাগে বিধ্বংসী আগুন লেগে ১০ সদ্যোজাতর মৃত্যু হয়েছে। প্রথমে অনুমান করা হয়েছিল, শর্ট সার্কিটের জেরে এই আগুন লাগে। তবে ঘটনায় প্রত্যক্ষদর্শীর বয়ানে নতুন করে চাঞ্চল্য ছড়াল। নেপথ্যে এক নার্সের গাফিলতি রয়েছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীর।হাসপাতালের সদ্যোজাতদের ওয়ার্ডের কাছে এক নার্সকে দেশলাই জ্বালাতে দেখা গিয়েছিল বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শী। তাঁর দাবি, অক্সিজেনের পাইপ সংযোগের সময়ে এক নার্স সদ্যোজাত বিভাগের সামনে একটি দেশলাই জ্বালাচ্ছিলেন। অক্সিজেনের একাধিক সিলিন্ডার থাকায় দ্রুত ওই ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরপ্রদেশ
- শিশু
- শিশুমৃত্যু

