বুদ্ধদেব ভট্টাচার্য

Buddhadeb Bhattacharya । জননেতার শেষ ইচ্ছাকে স্বীকৃতি বাম নেতৃত্বের! সম্পন্ন চক্ষুদান, আগামীকাল বুদ্ধদেবের দেহ দান করা হবে NRS বা SSKM-এ

Buddhadeb Bhattacharya । জননেতার শেষ ইচ্ছাকে স্বীকৃতি বাম নেতৃত্বের! সম্পন্ন চক্ষুদান, আগামীকাল বুদ্ধদেবের দেহ দান করা হবে NRS বা SSKM-এ
Key Highlights

চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য আগেই দেহদানের অঙ্গীকার করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য আগেই দেহদানের অঙ্গীকার করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই মতো তাঁর চক্ষুদানের প্রক্রিয়াও শেষ হয়েছে বলে খবর। শুক্রবার এনআরএস অথবা এসএসকেএমকে তাঁর দেহ দান করা হবে। দলের তরফে খবর, আগামিকাল সকাল ১০ টা বেজে ৩০ মিনিটে পিস ওয়ার্ল্ড থেকে বুদ্ধবাবুর দেহ রওনা দেবে বিধানসভার উদ্দেশে। মুজফফর আহমেদ ভবনে দেহ থাকবে ৩ টে বেজে ১৫ মিনিট পর্যন্ত। তারপর দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। সেখান থেকে দেহদানের জন্য শেষযাত্রা হবে।