দেশ

Pulwama Attack | AMAZON থেকে বিস্ফোরক কিনেছিলো পাক জঙ্গিরা! পুলওয়ামা-গোরক্ষপুর মন্দিরে জঙ্গি হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য!

Pulwama Attack | AMAZON থেকে বিস্ফোরক কিনেছিলো পাক জঙ্গিরা! পুলওয়ামা-গোরক্ষপুর মন্দিরে জঙ্গি হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য!
Key Highlights

২০১৯ সালের পুলওয়ামা হোক এবং ২০২২ সালে গোরক্ষপুর মন্দিরে জঙ্গি হামলায় ব্যবহৃত বিস্ফোরক কেনা হয়েছিল AMAZON থেকে!

২০১৯ সালের পুলওয়ামা হোক এবং ২০২২ সালে গোরক্ষপুর মন্দিরে জঙ্গি হামলায় ব্যবহৃত বিস্ফোরক কেনা হয়েছিল AMAZON থেকে! সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনল আন্তর্জাতিক সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ এই হামলার সঙ্গে যুক্ত ছিল এবং এই বোমাকে আরও মারাত্মক করা হয়েছিল অ্যালুমিনিয়াম পাউডার দিয়ে। আর সেই পাউডার জঙ্গিরা কিনেছিল AMAZON থেকে। VPN ব্যবহার করে নিজের নাম ঠিকানা লুকিয়ে অর্ডার দেওয়া হয়েছিল এবং পেমেন্ট করা হয়েছিল PAYPL এর মাধ্যমে।