Recruitment Scam | প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন বহিষ্কৃত তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়

আগেই জামিন পেয়েছিলেন কুন্তল ঘোষ। এ বার প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলায় জামিন পেলেন হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়।
কুন্তল ঘোষের পর এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর হলো হলদিয়ার বহিষ্কৃত তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। এর আগে শান্তনুবাবু ইডির মামলা থেকেও জামিন পেয়েছিলেন। ফলে এবারে হয়তো জেলমুক্তি ঘটতে পারে তার। উল্লেখ্য, প্রাথমিক দুর্নীতি মামলায় ২০২৩ সালে শান্তনুকে গ্রেফতার করেছিল ইডি। পরে সিবিআই তাকে নিজের হেফাজতে নেয়। এখনও পর্যন্ত বিচারপ্রক্রিয়া শুরু হয়নি। সেটাকেই ‘গ্রাউন্ড’ হিসাবে দেখিয়ে সিবিআই বিশেষ আদালত থেকে জামিন পেয়েছেন শান্তনু।