Los Angeles | 'তিলোত্তমা'র পাশে হলিউড! আর জি কর কাণ্ডের সুবিচারের দাবিতে লস অ্যাঞ্জেলসে প্রবাসী ভারতীয়দের প্রতিবাদ

Tuesday, August 20 2024, 11:48 am
Los Angeles | 'তিলোত্তমা'র পাশে হলিউড! আর জি কর কাণ্ডের সুবিচারের দাবিতে লস অ্যাঞ্জেলসে প্রবাসী ভারতীয়দের প্রতিবাদ
highlightKey Highlights

লস অ্যাঞ্জেলস এবং লস অ্যাঞ্জেলসের নিকটবর্তী এলাকার প্রবাসী ভারতীয়রা, বিশেষত বাঙালিরা জমায়েত করেছিলেন জনপ্রিয় লেক হলিউড পার্কে।


আর জি কর কাণ্ডে কেবল কলকাতা বা রাজ্যই নয়, গোটা দেশ হাটছে প্রতিবাদের পথে। এবার বিচার চেয়ে পথে নামলো হলিউড! লস অ্যাঞ্জেলস এবং লস অ্যাঞ্জেলসের নিকটবর্তী এলাকার প্রবাসী ভারতীয়রা, বিশেষত বাঙালিরা জমায়েত করেছিলেন জনপ্রিয় লেক হলিউড পার্কে। তাঁদের কারও হাতে ছিল কালো পতাকা, কারও হাতে ছিল ‘WE WANT JUSTICE’ লেখা পোস্টার। লস অ্যাঞ্জেলসের সেই বাঙালিরা জানাচ্ছেন,প্রবাসের চরম ব্যস্ত জীবনের মধ্যেও তাঁরা তাঁদের এই প্রতিবাদ জারি রাখবেন যতক্ষণ না তিলোত্তমার ওপর হওয়া বর্বরতার সুবিচার মেলে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File