Puja Khedkar | খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে লুটপাট, পরিচারিকার দিকে আঙুল তুললো বহিষ্কৃত আইএএস পূজা খেদকার!

Sunday, January 11 2026, 4:05 pm
Puja Khedkar | খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে লুটপাট, পরিচারিকার দিকে আঙুল তুললো বহিষ্কৃত আইএএস পূজা খেদকার!
highlightKey Highlights

শনিবার রাতে খাবারের সঙ্গে তিনি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন। সেই খাবার খেয়েই পূজা এবং তাঁর মা-বাবা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন।


সম্প্রতি পরিচারিকার বিরুদ্ধে চুরির অভিযোগ করেছেন বহিষ্কৃত আইএএস পূজা খেদকার। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি নেপালের এক পরিচারিকাকে পূজা তাঁর বাড়িতে নিযুক্ত করেন। অভিযোগ, শনিবার রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাড়ির সকলকে অজ্ঞান করে দামি মোবাইল ফোন এবং প্রচুর মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেন পরিচারিকা। পুলিশের এক আধিকারিক বলেন, “পূজা এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।” উল্লেখ্য, ২০২২ সালের আইপিএস পূজা বর্তমানে ভুয়ো চাকরির অভিযোগে সাসপেন্ডেড রয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File