করোনার হানা মন্ত্রীমহলে, কোভিড আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী
Wednesday, May 19 2021, 4:25 am
Key Highlightsকরোনা আক্রান্ত হলেন সস্ত্রীক দেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বেশ কিছুদিন ধরেই করোনার উপসর্গ লক্ষ্য করা যাচ্ছিলো তাঁদের শরীরে। পরীক্ষা করার পর করোনা রিপোর্ট পজিটিভ আসে। জানা যাচ্ছে, অনেকদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন বুদ্ধদেব বাবু। তাই করোনা তাঁর শরীরে ভয়ঙ্কর ক্ষতি করতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী কে বাড়িতেই অক্সিজেন সাপোর্ট এ রাখা হয়েছে। অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে এবং রক্তচাপ ও পালস্ রেট স্বাভাবিক রয়েছে তাঁর। এই মারণ রোগ কাবু করেছে তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য কেও। শারীরিক অবস্থার অবনতি ঘটায় মিরা দেবীকে ভর্তি করা হয়েছে শহরের একটি বেসরকারি হাসপাতালে।
- Related topics -
- দেশ
- প্রাক্তন মুখ্যমন্ত্রী
- বুদ্ধদেব ভট্টাচার্য
- কোভিড ১৯
- কোভিড পজিটিভ

