Barrackpore | বিশ্বকর্মা পুজোর দিন চিনামাঞ্জা গলায় জড়িয়ে মৃত্যু হলো এক প্রাক্তন সেনাকর্মীর

ব্যারাকপুরের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর এই ঘটনা ঘটেছে। সূত্রের সূত্রের খবর, মৃত ব্যক্তি প্রাক্তন এক সেনাকর্মী।
বিশ্বকর্মা পুজোর দিনে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর। পুলিশ সূত্রে খবর, এদিন ব্যারাকপুরের বাড়ি থেকে বাইকে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। খড়দহের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর আচমকা কোনওভাবে ধারালো চিনামাঞ্জা গলায় জড়িয়ে যায়। গলা কেটে ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত ব্যক্তি গৌতম ঘোষ (৫৫) একজন প্রাক্তন সেনাকর্মী।