Pak Spy | স্পাই জ্যোতির দোসর এক বাঙালি ভ্লগার! সোশ্যাল মিডিয়া থেকে মিললো আশ্চর্য তথ্য
Monday, May 19 2025, 8:45 am

জ্যোতির সঙ্গে বাংলার এক ভ্লগারের ঘোরাফেরা, ভিডিও করা, সময় কাটানোর হাতেগরম প্রমাণ পাওয়া গেল সোশাল মিডিয়ায়।
ভারত পাক সংঘর্ষ আবহে কড়া হয়েছে সাইবার ক্রাইম দমন শাখা। আর তাতেই খোঁজ মিলেছে পাক চর সুন্দরী ইউটিউবার জ্যোতি মালহোত্রার। এবার জ্যোতির সাথে বাংলা যোগ! খোঁজ মিললো জ্যোতি ঘনিষ্ট এক বাঙালি ভ্লগার সৌমিত ভট্টাচার্য। সৌমিত আসলে আসানসোলের বাসিন্দা। তিনিও জ্যোতির মতোই ট্রাভেল ব্লগ করতেন। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া তথ্য বলছে জম্মু কাশ্মীরের বদগাম জেলার দুধগামে একসাথে বেড়াতে গিয়েছিলেন আসানসোলের যুবক সৌমিত, হরিয়ানার জ্যোতি এবং পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি। পুলিশের নজরে রয়েছেন এই প্রিয়াঙ্কাও।
- Related topics -
- দেশ
- রাজ্য
- ভারত
- পশ্চিমবঙ্গ
- youtuber
- ইউটিউব
- সোশ্যাল মিডিয়া
- পাক জঙ্গি
- বিনোদন