Waqf Bill | পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ওয়াকফ সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না, জানালো সুপ্রিম কোর্ট!
Wednesday, May 21 2025, 11:02 am
Key Highlightsমঙ্গলবারের পর বুধবারও ওয়াকফ সংশোধনী আইন চ্যালেঞ্জ করা ১১টি পিটিশনের ওপর মামলার শুনানি হলো।
মঙ্গলবারের পর বুধবারও ওয়াকফ সংশোধনী আইন চ্যালেঞ্জ করা ১১টি পিটিশনের ওপর মামলার শুনানি হলো। শুনানিতে সুপ্রিম কোর্ট জানালো, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ওয়াকফ সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না। উল্লেখ্য, মঙ্গলবার আইনজীবী কপিল সিব্বলের অভিযোগ ছিল, ৩ডি সহ আইনের দু’টি ধারা মূল বিলের অংশ ছিল না। এমনকি যৌথ সংসদীয় কমিটিতেও এই নিয়ে কোনও আলোচনা হয়নি। সংসদে ভোটাভুটির আগে ওই ধারা দু’টি সংযোজিত হয়েছে বলে দাবি তাঁর।
- Related topics -
- দেশ
- ভারত
- ওয়াকফ বিল
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত

