VHP | প্রতিটি হিন্দু পরিবারে থাকতে হবে ৩টি সন্তান! হিন্দুদের সংখ্যা বাড়ানোর দাবি তুলে মন্তব্য বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদকের
Monday, January 27 2025, 4:56 am
Key Highlightsবিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বজরংলাল বাংরা বলেন,”হিন্দুদের জন্মহার কমে যাওয়ার ফলে দেশের হিন্দু জনসংখ্যা কমছে”
কমছে হিন্দুদের জন্মহার, তাই প্রতিটি হিন্দু পরিবারে অন্তত তিনটি সন্তান থাকতে হবে! এমনটাই মন্তব্য করলেন বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক। শনিবার প্রয়াগরাজে বিরাট সন্ত সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বজরংলাল বাংরা বলেন,”হিন্দুদের জন্মহার কমে যাওয়ার ফলে দেশের হিন্দু জনসংখ্যা কমছে। শ্রদ্ধেয় সাধুরা হিন্দু সমাজের কাছে আবেদন করেছে, প্রতিটি হিন্দু পরিবারে অন্তত তিনটি সন্তান থাকতে হবে। ভারতে অনেকেই হিন্দুদের আক্রমণ করে হুমকি দিচ্ছে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করা হবে বলে।।”
- Related topics -
- দেশ
- ভারত
- হিন্দু ধর্ম

