Pavel Durov | শর্তসাপেক্ষে জামিন পেয়েও ছাড় নেই টেলিগ্রাম CEO পাভেল দুরভের! বন্ধ হয়ে যাবে টেলিগ্রাম?

Friday, August 30 2024, 11:53 am
Pavel Durov | শর্তসাপেক্ষে জামিন পেয়েও ছাড় নেই টেলিগ্রাম CEO পাভেল দুরভের! বন্ধ হয়ে যাবে টেলিগ্রাম?
highlightKey Highlights

৫৬ লক্ষ ডলার জমা দিয়ে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন দুরভ। যদিও আদালত জানিয়েছে, এখন ফ্রান্স ছেড়ে যেতে পারবেন না দুরভ।


সম্প্রতি ‘টেলিগ্রাম’ অ্যাপের মাধ্যমে চাইল্ড পর্নোগ্রাফির শেয়ার, মাদকের চোরাকারবারের মতো একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় টেলিগ্রামের মালিক পাভেল দুরভকে। তবে,৫৬ লক্ষ ডলার জমা দিয়ে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন দুরভ। যদিও আদালত জানিয়েছে, এখন ফ্রান্স ছেড়ে যেতে পারবেন না দুরভ,সপ্তাহে দু’দিন থানায় হাজিরা দিতে হবে। এখন প্রশ্ন, বন্ধ হয়ে যাবে টেলিগ্রাম অ্যাপ? টেলিগ্রাম বিবৃতি প্রকাশ করে জানায়, দুরভ ইউরোপের সব আইন মেনে তাঁর কোম্পানি চালান। অ্যাপে আপত্তিকর কিছু শেয়ার হলে মালিককে দায়ী করা দায়িত্বজ্ঞানহীনের পরিচয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File