Tigress Zeenat । ঘুমপাড়ানি গুলিতেওঁ কাবু করা গেলনা জিনাতকে , ফের পালালো বাঘিনী

Sunday, December 29 2024, 4:39 am
highlightKey Highlights

চতুর বাঘিনি জিনাতকে ধরা যেন ক্রমশই দু:সাধ্য হয়ে উঠছে বন দফতরের কাছে। রাতভর দু’বার ঘুমপাড়ানি গুলি করার পরেও তাকে অচেতন করা সম্ভব হয়নি।


ইনফ্রারেড থার্মাল ড্রোনের সাহায্যে বাঘিনির লোকেশান ট্র্যাক করে একের পর এক ঘুমপাড়ানি গুলি চোরা হয়েছিল বাঘিনীকে লক্ষ্য করে। চারিদিকে আগুন জ্বেলে রাতভর পাহারাও দেন বন কর্মীরা। তবে সব প্রচেষ্টা ব্যর্থ হলো। ফের পালালো বাঘিনী জিনাত। ঘুমপাড়ানি গুলি করার পরেও তাকে অচেতন করা সম্ভব হয়নি। শনিবার ভোরে পুরুলিয়া জঙ্গল থেকে বাঘিনি ঢুকে পড়েছিল বাঁকুড়ার গোঁসাইডিহির জঙ্গলে। ধরা গেলো না তাঁকে। ফলে খাঁচাবন্দী করে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভে নেওয়া গেলো না জিনাতকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File