Smart Meter Solution | হার্ডওয়্যার ক্ষেত্রে ১ হাজার কোটি টাকার লগ্নি! নিউ টাউনে তৈরী হবে স্মার্ট মিটার উৎপাদনের প্রকল্প
Friday, November 8 2024, 11:14 am
Key Highlights
উরোপের সংস্থা ইসক্রামেকো ইন্টিগ্রেটেড স্মার্ট মিটার সলিউশনসে ১ হাজার কোটি টাকার লগ্নি করছে।
এই প্রথম হার্ডওয়্যার ক্ষেত্রে বড় লগ্নি আসতে চলেছে পশ্চিমবঙ্গে। ইউরোপের সংস্থা ইসক্রামেকো ইন্টিগ্রেটেড স্মার্ট মিটার সলিউশনসে ১ হাজার কোটি টাকার লগ্নি করছে। কলকাতার নিউ টাউনে বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে তারা স্মার্ট মিটার উৎপাদনের প্রকল্প গড়ে তুলবে। এর জন্য সেখানে ১১তলা বাড়ির দুটি তলায় প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলিং ও স্মার্ট মিটার উৎপাদন করা হবে। বাকি ৯টি তলায় বিভিন্ন সফ্টওয়্যার সংস্থা স্মার্ট মিটারিং সলিউশনস তৈরি করবে। এই হাবের ফলে কয়েক হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও খবর।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- শহর কলকাতা