বাঁচার জন্য বিদ্যুৎই একমাত্র ভরসা

Thursday, December 21 2023, 2:26 pm
বাঁচার জন্য বিদ্যুৎই একমাত্র ভরসা
highlightKey Highlights

গোটা বিশ্বে এই প্রথম কারো মৃত্যুর কারণ হলো 'বায়ুদূষণ' । কয়েকমাস আগে লন্ডনে ৯ বছর বয়সী একটি মেয়ে প্রবর শ্বাসকষ্ট মারা গিয়েছিল, তার মৃত্যুর পর ডেথ সার্টিফিকেটে কারণবশত লেখা হয়েছে 'বায়ুদূষণ'। বিশেষত কলকাতা, দিল্লি, মুম্বইয়ের মতো শহরে বায়ুদূষণের মাত্রা সহনসীমার অনেক উপরে। শহরাঞ্চলে যানবাহনজনিত বায়ুদূষণ কমানোর মূলত তিনটি উপায় আছে— ১) গণপরিবহণ বাড়ানো; ২) ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানো; এবং ৩) পেট্রল ও ডিজ়েল গাড়ির সংখ্যা কমিয়ে ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বহুগুণ বাড়ানো। বিশেষজ্ঞদের মতে ব্যাটারিচালিত যানবাহন সবদিক থেকে ভালো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File