Epstein scandal | প্রকাশ্যে ইমেইল, এপস্টাইন কেলেঙ্কারি কাণ্ডে OpenAI বোর্ড থেকে পদত্যাগ ল্যারি সামার্সের
Wednesday, November 19 2025, 5:42 pm
Key Highlightsজেফ্রি এপস্টাইনের সঙ্গে গোপন ইমেল চালাচালি ফাঁস হওয়ার পরেই ChatGPT-র নির্মাতা সংস্থা OpenAI-এর বোর্ড থেকে পদত্যাগ করলেন তিনি।
এপস্টাইন কেলেঙ্কারিতে নয়া মোড়। সম্প্রতি আমেরিকান কংগ্রেসের তদন্তে জেফ্রি এপস্টাইন এবং বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মধ্যে চালাচালি হওয়া বেশ কিছু ইমেল প্রকাশ্যে এসেছে। এই তালিকায় রয়েছেন আমেরিকার প্রাক্তন ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্সও। ইমেলগুলি থেকে জানা গিয়েছে, ল্যারি এবং এপস্টাইন একসাথে নৈশ্যভোজও করেছেন। ইমেইল প্রকাশ্যে আসতেই ChatGPTর নির্মাতা সংস্থা OpenAI এর বোর্ড থেকে পদত্যাগ করেছেন সামার্স। সামার্স জানিয়েছেন, এপস্টাইনের সঙ্গে যোগাযোগ রাখাটা তাঁর ‘ভুল সিদ্ধান্ত’ ছিল।
- Related topics -
- আন্তর্জাতিক
- ওপেনএআই
- আমেরিকা
- যৌন হেনস্তা

