EPFO 3.0 | জুন মাসেই চালু হতে পারে EPFO নতুন ভার্সন ৩.০! কী কী সুবিধা পাবেন ৯ কোটিরও বেশি গ্রাহক?
Friday, May 30 2025, 6:43 am
Key Highlightsশীঘ্রই আসতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা EPFO নতুন ভার্সন EPFO ৩.০। মনে করা হচ্ছে জুন মাস থেকেই এই পরিষেবা চালু হতে পারে।
শীঘ্রই আসতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা EPFO নতুন ভার্সন EPFO ৩.০। মনে করা হচ্ছে জুন মাস থেকেই এই পরিষেবা চালু হতে পারে। EPFO এর এই নতুন ভার্সনের মাধ্যমে টাকা তোলার পদ্ধতি আরও সহজ হবে। ম্যানুয়াল কাজের প্রয়োজন হবে না, অটোমেটিক আপডেট হবে। পাশাপাশি পিএফের আবেদন অনুমোদিত হয়ে গেলেই ATM থেকে পিএফের টাকা তোলা যাবে। এর জন্য আলাদা দেওয়া হবে ATM কার্ড। এছাড়াও EPFO নতুন ভার্সনের মাধ্যমে অনলাইনে অ্যাকাউন্টের ডিটেইল সংশোধন করা যাবে এবং ওটিপি ভিত্তিক ভেরিফিকেশন ব্যবস্থা থাকবে।

