অর্থনৈতিক

ইপিএফ-র ৬০ মিলিয়ন কর্মচারীদের স্বস্তির বার্তা, ২০২০-২০২১-এ বদল হচ্ছে না PF-র সুদের হার

ইপিএফ-র ৬০ মিলিয়ন কর্মচারীদের স্বস্তির বার্তা, ২০২০-২০২১-এ বদল হচ্ছে না PF-র সুদের হার
Key Highlights

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে বদলাচ্ছে না সুদের হার। প্রতি ক্ষেত্রেই দেখা যায় সুদের হারের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। কিন্তু ২০২০-২০২১ সালে তা আর হচ্ছে না। প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের ৬০ মিলিয়ন কর্মচারীদের স্বস্তির বার্তা দিয়েছে। ৮.৫ শতাংশ থাকবে সুদের হার। প্রসঙ্গত, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড বদল আসতে চলেছে। লাগু হলেই, আগামী ১ এপ্রিল থেকে কর্মীদের হাতে পাওয়া বেতনের পরিমাণও কমে যেতে পারে। এক্ষেত্রে নতুন নিয়মে এই ভাতার পরিমাণ বেসিক পে-এর সবচেয়ে বেশি ৫০ শতাংশ হবে। এবং এটি শুরু হতে পারে এ বছরের এপ্রিল মাস থেকেই।