WB SIR | এবার অনলাইনেও মিলছে এনুমারেশন ফর্ম ফিল আপের সুযোগ! কীভাবে করবেন জানুন!

Saturday, November 8 2025, 11:12 am
highlightKey Highlights

মঙ্গলবার থেকে বাংলায় বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। সেই দিন থেকেই অনলাইনে ফর্ম পাওয়ার কথা থাকলেও প্রযুক্তিগত সমস্যার কারণে তা পিছিয়ে যায়।


মঙ্গলবার থেকে বাংলায় বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। সেই দিন থেকেই অনলাইনে ফর্ম পাওয়ার কথা থাকলেও প্রযুক্তিগত সমস্যার কারণে তা পিছিয়ে যায়। এবার অবশেষে অনলাইনে মিলছে এনুমারেশন ফর্ম ফিল আপ করার সুযোগ। কমিশনের ওয়েবসাইটে (https://voters.eci.gov.in/) প্রবেশ করে রাজ্য বেছে নিয়ে, এপিক নম্বর দিয়ে সার্চ করলে চলে আসবে ফর্ম। কিন্তু মোবাইল নম্বরের সঙ্গে এপিক কার্ড লিঙ্ক না থাকলে ফর্ম ফিল আপ করা যাবে না। তবে কমিশনের তরফে মোবাইল নম্বর ও এপিক নম্বর লিঙ্ক করার সুযোগ দেওয়া হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File