সেলিব্রিটি

সদ্য মা হয়েছেন অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী, ছেলের সঙ্গে প্রথম দুর্গাপুজো কেমন কাটবে প্রিয়ম-শুভজিতের

সদ্য মা হয়েছেন অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী, ছেলের সঙ্গে প্রথম দুর্গাপুজো কেমন কাটবে প্রিয়ম-শুভজিতের
Key Highlights

এবছর জুলাইতেই সদ্য মা হয়েছেন ‘মিঠাই’খ্যাত অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী। মা হওয়ার পর ছেলের সঙ্গে এটাই প্রথম পুজো প্রিয়ম চক্রবর্তী আর শুভজিৎ করের। তাই একেবারেই আলাদা একদম স্পেশ্যাল এবছরের পুজোটা। এক সাক্ষাৎকারে প্রিয়ম-শুভজিত জানালেন, ‘এটা বলে দেওয়ার দরকার লাগে না যে এবারের পুজো আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। সন্তানের মা-বাবা হওয়ার পর থেকে আমাদের জীবন খুশিতে ভরে গিয়েছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। এখন আমাদের গোটা সময়টা ওকে নিয়েই কাটে।’