দীর্ঘ একবছরের বিরতির পর ফের শ্যুটিংয়ে ফিরলেন অভিনেত্রী নুসরত জাহান
Friday, October 1 2021, 4:22 pm
Key Highlightsগত ২৬ শে অগাস্ট মা হয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। এক মাসের সদ্যোজাত ঈশাণকে সামলেই একবছর পর ফের ছবির শ্যুটিং শুরু করছেন নুসরত। শুক্রবার থেকে সুদেষ্ণা রায় ও অভিজিত্ গুহ পরিচালিত 'জয় কালী কলকাত্তাওয়ালি' শুটিং শুরু করলেন নুসরত। এদিন লাল সালোয়ার কামিজ আর সোনালি দুপাট্টায় দেখা মিলল নতুন মা্ম্মার। নুসরতের এই কামব্যাক নিয়ে তাঁর টিমও বেজায় এক্সাইটেড তাই রেড ভেলভেট কেক কেটে এই কামব্যাক সেলিব্রেট করতে দেখা গেল অভিনেত্রীকে । ভ্যানিটির ভিতরে বসেই কেক কাটলেন তিনি।
- Related topics -
- সেলিব্রিটি
- টলিউড
- নুসরত জাহান
- অভিনেত্রী

