অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ্যে এল `গোলন্দাজ` ছবির ট্রেলার, আগামী ১০ অক্টোবর মুক্তি পাবে এই ছবি

Friday, September 17 2021, 12:50 pm
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ্যে এল `গোলন্দাজ` ছবির ট্রেলার, আগামী ১০ অক্টোবর মুক্তি পাবে এই ছবি
highlightKey Highlights

নানা ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে অবশেষে প্রকাশ্যে এল 'গোলন্দাজ' ছবির ট্রেলার। দেশপ্রেম ও ফুটবলের প্রতি বাঙালির আবেগকে ঝাঁ -চকচকে ফ্রেম ও চিত্রনাট্যের বাঁধনে ফুটিয়ে তুলতে মরিয়া পরিচালক। এই ছবিতে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা দেব। এই ছবিতে শোভাবাজারের রানি অর্থাৎ নগেন্দ্রপ্রসাদের স্ত্রী কমলিনীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ঈশা সাহাকে। প্রথম থেকেই অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এই ছবির সারপ্রাইজ প্যাকেজ। তাঁকে এই ছবিতে স্বাধীনতা সংগ্রামী ভার্গবের ভূমিকায় দেখা যাবে। ট্রেলারে কিছুটা ঝলক মিললেও তাঁকে কিন্তু রহস্যাবৃতই রেখেছেন এই ছবির নির্মাতারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File