রাজ্য

Burdwan | 'অনলাইনে ছুরি কিনে বাবা-মা কে খুন! তারপর সোজা বনগাঁ।' কেন সীমান্তে এসেছিলেন? স্বীকার মেমারির যুবকের

Burdwan | 'অনলাইনে ছুরি কিনে বাবা-মা কে খুন! তারপর সোজা বনগাঁ।' কেন সীমান্তে এসেছিলেন? স্বীকার মেমারির যুবকের
Key Highlights

সন্দেহ দানা বাঁধছে হুমায়ূনের বনগাঁ পালিয়ে আসা নিয়ে। পুলিশের অনুমান, বনগাঁ বর্ডার থেকে কোনভাবে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত।

অনলাইনে ছুরি অর্ডার, তা দিয়েই বাবা মা খুন, বর্ধমান থেকে ১৩৫ কিমি রাস্তা পেরিয়ে বনগাঁয় আসা এবং মাদ্রাসায় হামলা, একের পর এক অস্বাভাবিক কার্যকলাপ করেছেন বর্ধমানের মেমারির যুবক হুমায়ুন কবীর। তাঁর বাড়ি তল্লাশ করে বেশ কিছু ধর্মীয় নথি, ল্যাপটপ থেকে ভিডিও পেয়েছে পুলিশ। বাংলাদেশের কুমিল্লার বাসিন্দা নাজমুল হুদার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিল সে। এরপরই সন্দেহ দানা বাঁধছে হুমায়ূনের বনগাঁ পালিয়ে আসা নিয়ে। পুলিশের অনুমান, বনগাঁ বর্ডার থেকে কোনভাবে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত।