Atul Subhash | ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আত্মহত্যার প্ররোচনার ঘটনায় জামিন পেলেন প্রাক্তন স্ত্রী-শাশুড়ি-শ্যালক

Saturday, January 4 2025, 2:47 pm
highlightKey Highlights

শনিবার বেঙ্গালুরু আদালতে নিকিতাদের জামিনের আর্জি মামলার শুনানিতে বিচারক তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেন।


বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আত্মহত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছিলো গোটা দেশকে। অতুল তাঁর ২৪ পাতার সুইসাইড নোট ও মৃত্যুর আগে ৯০ মিনিটের ভিডিয়োর প্রতি ছত্রে প্রাক্তন স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন। এরপর ১৪ ডিসেম্বর গ্রেফতার করা হয় তাদের। তবে সেই ঘটনায় জামিন পেলেন স্ত্রী নিকিতা সিংহানিয়া, শাশুড়ি নিশা সিংহানিয়া ও শ্যালক অনুরাগ সিংহানিয়া! শনিবার বেঙ্গালুরু আদালতে নিকিতাদের জামিনের আর্জি মামলার শুনানিতে বিচারক তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File