ED | রেশন দুর্নীতির সঙ্গে জড়িত ৪০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
Tuesday, August 13 2024, 6:04 am
Key Highlightsরেশন দুর্নীতিতে এবার আরও বড় টাকার অঙ্কের হদিশ পেল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
রেশন দুর্নীতিতে এবার আরও বড় টাকার অঙ্কের হদিশ পেল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, ৪০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। ভুয়ো কৃষকদের নামে এইসব অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ইডি-র দাবি, ধান কেনার সরকারি টাকা অর্থাৎ ন্যুনতম সহায়ক মূল্য বা এমএসপি-র টাকা এই অ্যাকাউন্টগুলোতে ঢুকত। পরে সেই টাকা চলে যেত মুকুল বিদেশের নিজস্ব অ্যাকাউন্টে। বিদেশ ও মুকুল তাঁদের আত্মীয়, বন্ধুদের নামে ওই সব অ্যাকাউন্ট খুলেছিল। তবে সব অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ছিল এই বিদেশ ও মুকুলের হাতে।

