আন্তর্জাতিক

Jammu and Kashmir Encounter । কাঁকভোরে ৫ জঙ্গি নিকেশ কাশ্মীরে, জঙ্গিদের গুলিতে আহত ২ জওয়ান

Jammu and Kashmir Encounter । কাঁকভোরে ৫ জঙ্গি নিকেশ কাশ্মীরে, জঙ্গিদের গুলিতে আহত ২ জওয়ান
Key Highlights

কাকভোরে গুলির লড়াইয়ে কাঁপল জম্মু ও কাশ্মীর। বৃহস্পতিবার কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হয়েছে ৫ জঙ্গি।

৩৭০ ধারা বাতিলের পর থেকেই নাশকতা ছড়াচ্ছে পাকিস্তান, রিপোর্ট ছিল গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। বৃহস্পতিবার কাঁকভোরে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াই চলল জঙ্গিদের। এনকাউন্টারে খতম হয়েছে ৫ জঙ্গি, পাল্টা গুলিতে গুরুতর আহত হয়েছেন ২ জওয়ান। বাকি জঙ্গিদের খোঁজে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। আজ ভারতীয় সেনাবাহিনী এক্স হ্যান্ডেলে জানান, সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে কাশ্মীরের কুলগামের কাদ্দের এলাকায় লুকিয়ে থাকা জেহাদিদের নাশকতার ছক বানচাল করা হয়েছে।