EPFO | ৩০ নভেম্বরের মধ্যে অ্যাক্টিভেট করতে হবে কর্মীদের UAN নম্বর, জানিয়ে দিলো EPFO
ইপিএফও দেশের বিভিন্ন সংস্থাকে জানিয়েছে, তাদের সংস্থায় চাকরিতে যোগ দেওয়া কর্মীদের UAN ৩০ নভেম্বরের মধ্যে অ্যাক্টিভেট করে নিতে হবে।
সম্প্রতি ইপিএফও দেশের বিভিন্ন সংস্থাকে জানিয়েছে, তাদের সংস্থায় চাকরিতে যোগ দেওয়া কর্মীদের UAN ৩০ নভেম্বরের মধ্যে অ্যাক্টিভেট করে নিতে হবে। আধার বেসড ওটিপির মাধ্যমে এই অ্যাক্টিভেশন করতে হবে। উল্লেখ্য, প্রভিডেন্ট ফান্ডে প্রথম বার অ্যাকাউন্ট খোলার সময় UAN তৈরি হয় এবং তা অ্যাক্টিভেশনের করতে হয়। তবে এক বার UAN তৈরি হয়ে গেলে, তা সারা জীবনের জন্য ভ্যালিড থাকে। অর্থাৎ অন্য সংস্থার কাজে যোগ দিলে বা চাকরি ছেড়ে দিলেও UAN একই থাকবে।