70 Crore Bonus | কর্মীদের বোনাস ৭০ কোটি টাকা! যে যত তুলবে তত টাকাই তার! ভাইরাল চিনা সংস্থার কান্ড!

Friday, January 31 2025, 2:36 pm
highlightKey Highlights

ভিডিওতে দেখা যাচ্ছে, কর্মীরা হুড়োহুড়ি করছে টাকা নেওয়ার জন্য। জামা প্যান্টের পকেটে মুঠো মুঠো টাকা ভরছেন


লম্বা টেবিলে বিছানো টাকা! পরিমাণও কম নয়, ৭০ কোটি টাকা! কারণ? কর্মীদের বোনাস! সম্প্রতি ভাইরাল হয়েছে চিনের এক সংস্থার এই দৃশ্য। ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কর্মীরা হুড়োহুড়ি করছে টাকা নেওয়ার জন্য। জামা প্যান্টের পকেটে মুঠো মুঠো টাকা ভরছেন। কারণ ওই টেবিলে বিছানো ১১ মিলিয়ন ডলার কর্মীদের বোনাস হলেও শর্ত ছিল যত টাকা নিতে পারবে, তত টাকাই তার। আর এর জন্য চিনের ওই ক্রেন কোম্পানি কর্মীদের সময় দিয়েছিলো ১৫ মিনিট। এক কর্মী নাকি ১ লক্ষ ইয়ান, যার ভারতীয় মূল্য আনুমানিক ১২,০৭ লক্ষ টাকা কুড়িয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File