Tesla in India | ভারতের বাজার আসছে টেসলা! দিল্লিতে শোরুম খুঁজছে ইলোন মাস্কের ইভি প্রস্তুতকারক এই সংস্থা
রয়টার্স সূত্রের খবর, ইতিমধ্যে দিল্লিতে শোরুম খুঁজছে ইলেকট্রিক ভেহিক্যাল বা ইভি প্রস্তুতকারক এই সংস্থা।
ভারতের বাজার আসছে ইলন মাস্কের সংস্থা টেসলা। রয়টার্স সূত্রের খবর, ইতিমধ্যে দিল্লিতে শোরুম খুঁজছে ইলেকট্রিক ভেহিক্যাল বা ইভি প্রস্তুতকারক এই সংস্থা। এমনকি এই বিষয়ে দেশের অন্যতম বৃহৎ প্রপার্টি ডিলার সংস্থার সঙ্গে আলোচনা চলছে টেসলার। জানা গিয়েছে, টেসলা ৩ হাজার থেকে ৫ হাজার বর্গফুটের শোরুম খুঁজছে। দক্ষিণ দিল্লিতে থাকা DLFএর অ্যাভিনিউ মলের একাধিক লোকেশন খতিয়ে দেখছে টেসলা। এছাড়াও গুরুগ্রামে অবস্থিত সাইবার হাব অফিস এবং রিটেল কমপ্লেক্সের কাছেও খোঁজ খবর করেছে ইলনের সংস্থা।