Starlink | এদেশে 'গ্রিন সিগন্যাল' পাচ্ছে এলন মাস্কের ‘স্টারলিঙ্ক’! ভারতে ইন্টারনেট পরিষেবা দেবে মাস্ক
Thursday, June 5 2025, 2:33 pm
Key Highlightsভারতে স্যাটেলাইট পরিষেবা শুরু করতে শিগগিরি সবুজ সংকেত পেতে চলেছে এলন মাস্কের ‘স্টারলিঙ্ক’।
২০২২ সালে মাস্কের সংস্থা ভারতে ইন্টারনেট পরিষেবা শুরুর তোড়জোড় শুরু করে। তবে তখন কেন্দ্রের তরফ থেকে অনুমোদন মেলেনি। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতে স্যাটেলাইট পরিষেবা শুরু করতে এই মাসের মাঝামাঝি প্রয়োজনীয় অনুমোদন পেতে চলেছে এলন মাস্কের ‘স্টারলিঙ্ক’। এজন্যে এককালীন ১ কোটি ৬০ লক্ষ টাকা দিতে হবে স্টারলিঙ্ককে। এছাড়াও স্টারলিঙ্কের তরফে দেওয়া কোনও তথ্য বিভ্রান্তিকর প্রমাণিত হলে বাতিল হতে পারে লাইসেন্সও। উল্লেখ্য, গত মার্চেই এয়ারটেল জানিয়েছে স্পেসএক্সের সাথে একযোগে কাজ করবে তাঁরা।
- Related topics -
- দেশ
- বিজ্ঞান
- বিজ্ঞান ও প্রযুক্তি
- ইলন মাস্ক
- স্টারলিংক
- এয়ারটেল
- ইন্টারনেট পরিষেবা
- ইন্টারনেট
- কেন্দ্রীয় সরকার

