SpaceX Mission | SpaceX মিশনে বড়ো ধাক্কা খেলো এলন মাস্ক, মাঝ আকাশে ভাঙলো স্পেসশিপ
Friday, March 7 2025, 4:07 am

এলন মাস্কের কোম্পানি স্পেসএক্স বৃহস্পতিবার মেগা রকেট স্টারশিপের অষ্টম পরীক্ষায় আবারও বিপত্তি। স্টারশিপ রকেট আকাশেই ফেটে যায়।
বৃহস্পতিবার SpaceX টেক্সাসের বোকা চিকাতে তাঁদের মেগা রকেট স্টারশিপ লঞ্চ করে। সফলভাবে লঞ্চ হলেও বিপত্তি ঘটে কিছুক্ষন পর। বুস্টারটি লঞ্চের কয়েক মিনিট পরেই স্টারশিপ থেকে আলাদা হয়ে যায়। রকেটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর মাঝ আকাশেই রকেটটি ফেটে যায়। ফলে চূড়ান্ত অসফল হয় মাস্কের মেগা রকেট স্টারশিপের অষ্টম পরীক্ষা। তবে কোম্পানির দাবি, পরীক্ষাটি আংশিকভাবে সফল। তাঁরা নাকি আসলে পুনর্ব্যবহারযোগ্য রকেট সিস্টেম তৈরির চেষ্টা করছে যা একাধিকবার ব্যবহার করা যাবে।