Starship | মাঝ আকাশে ভেঙে পড়লো ইলন মাস্কের 'স্বপ্ন'! উৎক্ষেপণের ৮ মিনিটের মধ্যেই টুকরো টুকরা হয়ে গেলো স্টারশিপ
Friday, January 17 2025, 8:14 am
Key Highlights
উৎক্ষেপণের মাত্র ৮ মিনিটের মধ্যে মাঝ আকাশে ভেঙে পড়লো ইলন মাস্কের স্টারশিপ!
উৎক্ষেপণের মাত্র ৮ মিনিটের মধ্যে মাঝ আকাশে ভেঙে পড়লো ইলন মাস্কের স্টারশিপ! চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়ে ২০২৩ থেকে স্টারশিপ প্রকল্প শুরু করেছে মাস্কের সংস্থা স্পেসএক্স। এর আগে ৬টি স্টারশিপ তৈরি করে উৎক্ষেপণও করেছে সংস্থা। বৃহস্পতিবার সপ্তম স্টারশিপটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়। পরিকল্পনা ছিল এক ঘণ্টা পরে ভারত মহাসাগরে নেমে পড়বে সেটি। কিন্তু উৎক্ষেপণের মাত্র ৮ মিনিটের মধ্যে ভেঙে পরে স্টারশিপটি। এর ফলে বিরাট এলাকার বিমান পরিষেবা ব্যাহত হয়। ঘুরিয়ে দিতে হয় অন্তত ২০টি বিমান।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- মহাকাশ
- মহাকাশযান
- ইলন মাস্ক
- স্পেসএক্স
- অন্যান্য
- ভাইরাল