Elon Musk | কীভাবে কাজ করে X? জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম নিয়ে মুখ খুললেন খোদ ইলন মাস্ক
Tuesday, September 3 2024, 1:25 pm
Key Highlightsযা ভাবছেন সেটাই দেখিয়ে দেয় সোশ্যাল মিডিয়া, কিন্তু কীভাবে? এই প্রশ্নের উত্তর দিলেন এক্স কর্তা ইলন মাস্ক।
যা ভাবছেন সেটাই দেখিয়ে দেয় সোশ্যাল মিডিয়া, কিন্তু কীভাবে? এই প্রশ্নের উত্তর দিলেন এক্স কর্তা ইলন মাস্ক। X এর অ্যালগরিদম কীভাবে কাজ করে এই প্রসঙ্গে মাস্ক বলেন,ব্যবহারকারীর ফিডে যা আসে তার পিছনে রয়েছেন ব্যবহারকারী নিজেই। এটা তার লাইক, শেয়ার এবং যে পোস্টে বেশি সময় ব্যয় করেন তার ওপর নির্ভর করে। ইলন মাস্ক বলেন, X এর অ্যালগরিদম মূলত একটি আয়নার মতো। যে বিষয়গুলি এবং অ্যাকাউন্টগুলির সাথে ব্যবহারকারী সবচেয়ে বেশি ইন্টারঅ্যাক্ট করেন X তাই প্রতিফলিত করে৷
- Related topics -
- অন্যান্য
- প্রযুক্তি
- সোশ্যাল মিডিয়া
- ইলন মাস্ক

