Jio vs Starlink | মুকেশ অম্বানিকে কার্যত 'চ্যালেঞ্জ' ছুড়ে দিলেন ইলন মাস্ক! চর্চায় এক মিম
Wednesday, October 16 2024, 10:39 am
Key Highlightsজিও কর্ণধার মুকেশ আম্বানিকে নিয়ে একটি 'মিম' সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়ে পড়ে। তাতে দাবি করা হচ্ছে, স্টারলিংককে ভয় পাচ্ছেন মুকেশ।
জিও কর্ণধার মুকেশ আম্বানিকে নিয়ে একটি 'মিম' সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়ে পড়ে। তাতে দাবি করা হচ্ছে, স্টারলিংককে ভয় পাচ্ছেন মুকেশ। সেই 'মিম' এর জবাবে ইলন মাস্ক লেখেন, 'আমি ফোন করে জিজ্ঞেস করব, যাতে খুব সমস্যা না হলে যেন স্টারলিংককেও ভারতের মানুষকে পরিষেবা দিতে দেওয়া হয়।' ওয়াকিবহাল মহলের দাবি, স্টারলিংকের হাত ধরে ভারতীয় টেলিকম মার্কেটে প্রবেশের ওপরে নজর রয়েছে মাস্কের। এবার সরাসরি আম্বানি সংক্রান্ত মিমে কমেন্ট করে এই নিয়ে কার্যত 'চ্যালেঞ্জ' ছুড়ে দিলেন ইলন।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- ইলন মাস্ক
- অম্বানী
- মুকেশ আম্বানি
- জিও
- স্টারলিংক
- অন্যান্য
- সোশ্যাল মিডিয়া
- ভাইরাল

