X Money | X অ্যাপ দিয়ে করা যাবে টাকা লেনদেনও! শীঘ্রই X Money আনতে চলেছেন ইলন মাস্ক

Friday, January 31 2025, 6:43 am
highlightKey Highlights

ডিজিটাল পেমেন্ট অ্যাপ মার্কেটে প্রবেশ করতে চলেছে ইলন মাস্কের সংস্থা X।


এবার টাকা লেনদেন করা যাবে X অ্যাপের মাধ্যমেও! ডিজিটাল পেমেন্ট অ্যাপ মার্কেটে প্রবেশ করতে চলেছে ইলন মাস্কের সংস্থা X। সূত্রে খবর, X Money অ্যাকাউন্ট খুব শীঘ্রই চালু হতে পারে। জানা গিয়েছে, এর জন্য ইলন মাস্ক পেমেন্ট পরিষেবা প্রদানকারী ভিসার সঙ্গে অংশীদারিত্ব করেছে। X কর্ণধার ইলন চাইনিজ প্ল্যাটফর্ম উইচ্যাটের মতোই একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চান। যার মাধ্যমে সহজেই টাকা লেনদেন করা যাবে। এর জন্য অন্য কোনও অ্যাপ ইনস্টল করতে হবে না। তবে এই পরিষেবাটি শুধুমাত্র X প্ল্যাটফর্মে পাওয়া যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File