Bid for OpenAI | নিজের পুরোনো সংস্থা কিনবে ইলন মাস্ক? OpenAI কিনতে ৯৭.৪ বিলিয়ন ডলার দর হাঁকাল মাস্কের কোম্পানি

স্যাম অল্টম্যানের সঙ্গে মিলে ওপেনএআই তৈরি করেছিলেন ইলন মাস্ক। 'বড় নাম' হয়ে ওঠার আগেই মাস্ক সেই সংস্থা ছেড়ে দিয়েছিলেন। এবার ওপেনএআই কিনতে ৯৭.৪ বিলিয়ন ডলার দর হাঁকল ইলন মাস্ক নেতৃত্বাধীন কনসোর্টিয়াম।
১০ বছর আগে স্যাম অল্টম্যানের সঙ্গে যৌথভাবে ওপেনএআই তৈরি করেছিলেন ইলন মাস্ক। তবে ওপেনএআই বিখ্যাত হয়ে ওঠার আগেই সংস্থা ছাড়েন মাস্ক। এবার নিজের পুরোনো কোম্পানি কিনতে ৯৭.৪ বিলিয়ন ডলার দর হাঁকল ইলন মাস্ক এর কনসোর্টিয়াম। উল্লেখ্য, মাস্ক এবং অল্টম্যানের প্রতিদ্বন্ধিতা সর্বজনবিদিত। এই দর হাঁকার পর টুইটারে অল্টম্যান মাস্ককে লক্ষ্য করে ব্যাঙ্গাত্মক পোস্ট করেন। তিনি বলেন, 'না, ধন্যবাদ। তবে আপনি চাইলে আমরা গোটা টুইটার কিনে নিতে পারে ৯.৭৪ বিলিয়ন ডলারে।'
- Related topics -
- আন্তর্জাতিক
- ইলন মাস্ক
- ওপেনএআই
- টুইটার
- স্পেসএক্স