X-TV App | স্মার্ট টিভির জন্যও অ্যাপ আনলেন টেসলা, স্পেসএক্সের প্রতিষ্ঠাতা, এক্স টিভি অ্যাপ ঘোষণা করলেন ইলন মাস্ক

Thursday, September 5 2024, 1:28 pm
highlightKey Highlights

স্মার্ট টিভির জন্য এক্স টিভি অ্যাপ ঘোষণা করলেন ধনকুবের ইলন মাস্কে|


তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে নিজের জাল বিস্তার করছে ইলন মাস্কের সংস্থা। এবার স্মার্ট টিভির জন্য এক্স টিভি অ্যাপ ঘোষণা করলেন ধনকুবের। এক্স টিভি অ্যাপ ঘোষণা করে, স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এবং সিইও বলেন, এক্স টিভি অ্যাপটি বিটা মোডে রয়েছে। ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও, অ্যাপটি এলজি, গুগল টিভি এবং অ্যামাজনের ফায়ার টিভির স্মার্ট টিভিতেও উপলব্ধ। যদিও অ্যাপটি এখনও Apple TV এবং Samsung স্মার্ট টিভি সহ অন্যান্য প্ল্যাটফর্মে উপলব্ধ নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File