SIR | কাদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে হবে হিয়ারিং? জানিয়ে দিলো নির্বাচন কমিশন!

Monday, December 29 2025, 2:32 pm
highlightKey Highlights

বয়স্কদের জন্য বাড়িতে গিয়ে SIR এর হিয়ারিংয়ের দাবি তুলেছে তৃণমূল।


বয়স্কদের জন্য বাড়িতে গিয়ে SIR এর হিয়ারিংয়ের দাবি তুলেছে তৃণমূল। এবার কাদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে হিয়ারিং করা হবে, তা জানিয়ে দিলো জাতীয় নির্বাচন কমিশন। যাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন, সন্তানসম্ভবা, বিশেষভাবে সক্ষমদের এবং ৮৫ বছরের বেশি বয়স যাঁদের, তাদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে হিয়ারিং করা হবে। যাঁরা রাজ্যের বাইরে থাকে, তারা ফর্ম ৬ এর মাধ্যমে আবেদন জানাতে পারেন। তবে ভার্চুয়ালি হিয়ারিং হবে কি না, সেই সিদ্ধান্ত নেবেন ইআরও।কমিশন জানিয়েছে, হিয়ারিংয়ে বিএলও, ইআরও, এইআরও ছাড়া কেউ থাকবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File