Election Commission | SIR-এর তোড়জোড়, রাজ্যে শুরু বিএলও-দের প্রশিক্ষণ, ১৬ দফা গাইডলাইন জারি কমিশনের

Saturday, November 1 2025, 6:45 am
highlightKey Highlights

বুথ লেভেল অফিসারদের জন্য ১৬ দফা গাইডলাইন জারি করেছে নির্বাচন কমিশন।


রাজ্যে শুরু SIR। অফিসারদের প্রশিক্ষণ শুরু করছে নির্বাচন কমিশন। আজ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বুথ স্তরের আধিকারিক, বিএলও-দের প্রশিক্ষণ। অফিসারদের এই প্রশিক্ষণ কর্মসূচিতে তাদের বিশেষ কিট, কমিশনের টুপি দেওয়া হবে। দেওয়া হবে কমিশনের এস আই আর সংক্রান্ত ১৬ দফা গাইডলাইন। বিশেষ অ‍্যাপস নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে তাঁদের। কমিশন নির্দেশ দিয়েছে, আগামী ৩ তারিখের মধ্যে জেলায় জেলায় বি.এল.ও-দের প্রশিক্ষণ কর্মসূচি শেষ করতে হবে। আগামী ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্মের কাজ করবেন তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File